creative-it-logo-for-website

পেজ লাইক ক্যাম্পেইন এর খরচ কমানোর কৌশল।

পেজ লাইক ক্যাম্পেইন এর জন্য সবার ই চেষ্টা করে কম খরচে বেশি পেজ লাইক কিভাবে পাওয়া যায়। সাথে আমাদের সার্ভিস বা প্রডাক্ট এর টার্গেট অডিয়েন্সও ঠিক রাখা জরুরি। কেননা টার্গেট অডিয়েস্ন ঠিক না রেখে পেজ লাইক নিয়ে আসলে যে অডিয়েন্স পাবেন সেই অডিয়েন্স দিয়ে আপনি যখন রি-টারগেটিং  ক্যাম্পেইন তৈরি করবেন সেই ক্যাম্পেইন ই ভালো রিজাল্ট পাবেন না।  এছাড়ারা প্রতিনিয়ত আপনার পেজে যখন কোন কন্টেন্ট পোষ্ট করবেন সেটার অর্গানিক রিচ কমে যাবে। কারণ আপনার পেজে যে অডিয়েন্স আছে তারা আপনার টারগেটেট কাস্টমার না।

পেজ লাইক ক্যাম্পেইন এর অডিয়েন্স কি রাখা উচিৎ?

পেজ লাইক ক্যাম্পেইন এর খরচ কমানোর জন্য আমরা কখনো টার্গেট অডিয়েন্স এর বাইরের অডিয়েস্ন সিলেক্ট করব না। সব সময় টার্গেট ওডিয়েন্স সিলেক্ট করেই ক্যাম্পেইন তৈরি করব এবং ক্যাম্পেইন এর খরচ কমানোর চেষ্টা করব।

পেজ লাইক ক্যাম্পেইন এর খরচ কমানোর জন্য যে কৌশল গুলা ব্যবহার করবেন।

১। এমন একটি ফেসবুক অ্যাড একাউন্ট ব্যবহার করুন যে আইডির মাধ্যমে ফেসবুক কাস্টমার সাপোর্ট এর সাথে যোগাযোগ করতে পারেবেন। ফেসবুক সাপোর্ট এর url https://www.facebook.com/business/help

২। এমন কোন অ্যাড একাউন্ট যদি খুঁজে না পান যে টার মাধ্যমে ফেসবুকের সাথে যোগাযোগ করবেন। তাহলে আপনার পরিচিত কাউকে খুজন যে ফেসবুকের সাথে যোগাযোগ করতে সক্ষম। তাকে আপনার অ্যাড একাউন্ট, আপনার ইমেল, আপনার সমস্যার একটি স্কিন শর্ট তাকে দিন।

 

আমরা যখন ফেসবুক সাপোর্টের সাথে যোগাযোগ করি তখন যত খুশি তত সমস্যা ফেসবুক সাপোর্ট এর সাথে শেয়ার করতে পারব। অর্থাৎ একাধিক সমস্যা ফেসবুক কে বলতে পারব এবং একাধিক সমাধান নিতে পারব।